Posts

চিন্তা

'মেঘের সঙ্গ ধরে চোখের হাঁটাহাঁটি'

June 10, 2024

রিপন মজুমদার অভ্র

96
View

বাহিরে টুপুরটুপুর বৃষ্টি হচ্ছে।

বাহ্! আমার এই ওয়েদার ভালো লাগে।

আমার তবে অন্য ভালোলাগা বৃষ্টি ছাড়া অর্ধ মেঘলা আকাশ, লিলুয়া বাতাসে গাছের শো শো শব্দ, সেই সময় ছাদে উঠে চায়ের কাপ হাতে বই পড়ার বিষয়টি অতি চমৎকার। দুই থেকে তিন পাতা বই পড়ে একবার আকাশের দিকে তাকিয়ে তার সঙ্গে আত্মালাপের তীব্র চেষ্টা। উড়ন্ত সাদাকালো মেঘের সঙ্গ ধরে চোখের হাঁটাহাঁটি।

বাহ্

আপনি সবসময় কাব্যিক ভাষায় কথা বলেন, শুনতে অনেক ভালোলাগে, এরকম কল্পনা করতেও।

আমি অতি সহজ প্রকৃতি জীব, তাই সহজ পন্থা বেঁচে নিয়েছি।

'মেঘের সঙ্গ ধরে চোখের হাঁটাহাঁটি' / অভ্র

১৭ জুন ২০২০

Comments

    Please login to post comment. Login