Posts

গল্প

অসময়ে ভয়

June 10, 2024

মোঃ সিফাত আল ইসলাম

97
View

একদা দুই দম্পতি ছিল । দুজনেই ছিল বৃদ্ধ। লোকটি মাঠে কাজ করতে যায় । তার স্ত্রী তার জন্য খাবার ও পানি নিয়ে যায়। একদিন খাবার ও পানি নিয়ে যেতে দেরি হলো । লোকটি তখন মাঠে লাঠি হাতে গরু চরাতেছিল । সূর্যের তাপে তিনি তৃষ্ণাক্ত ছিলেন । কিছুক্ষণ পরে দূরে তার স্ত্রীকে দেখতে পেলেন । তিনি লাঠিটা দিয়ে তার স্ত্রীকে তাড়াতাড়ি আসতে ইশারা করলেন । কিন্তু তার স্ত্রী ভাবলেন খাবার দেরি করে আনায় লোকটি তাকে ঐ লাঠিটি দিয়ে মারবে । তাই লোকটির স্ত্রী ঐসব খাবার ওখানেই ফেলে রেখে বাড়ির দিকে পালালেন । তৃষ্ণাতে ও খিদেয় লোকটি ঐ মাঠেই মারা গেল । 

Comments

    Please login to post comment. Login