যদি আবার তোমাকে খুঁজে পেতাম
তবে জোছনাকে পেতাম
যদি তোমাকে খুঁজে পেতাম
তবে একটি নতুন সকাল পেতাম
যদি তোমার হাসি দেখা হত
তবে আবার আমি বিকেলে আকাশ পেতাম
আমি আজও খুঁজি
বারবার খুঁজি
আমি তোমাকে খুঁজি
কারণ তোমার বুকে আমার ভালোবাসা ছিল।
This is a premium post.