Posts

চিন্তা

"তুমি নতুন যতদিন ঈশ্বর থাকবে"

June 10, 2024

রিপন মজুমদার অভ্র

আমার পুনরায় জন্ম হোক,

একালের মতনই আমার স্মৃতিশক্তি টিকে থাকুক -

সামান্য ক্ষতচিহ্ন যেন না থাকে আমার স্মৃতিতে।

আমি নিজেকে উপভোগে তখনই ভীষণ আনন্দ পায়, 

প্রতিটি অনুভূতি যতক্ষণ তোমায় দিতে পারি! 

তোমাকে উৎসর্গ করা আমার পুনরায় জন্ম হোক,

তুমি পৃথিবীর প্রতিটি আধাঁর শোষণ করো তোমার শোষিত রূপে - তুমি নতুন যতদিন ঈশ্বর থাকবে।

"তুমি নতুন যতদিন ঈশ্বর থাকবে" /অভ্র

২৮ মার্চ ২০২২

Comments

    Please login to post comment. Login