Posts

কবিতা

মানুষের খোঁজে

June 10, 2024

রাকিব হাসান

মানুষের খোঁজে

আমি প্রতিদিন বিকেলে হাঁটতে বের হই, একাকি

আসলে, মানুষ খুঁজতে বের হই মনে মনে,

আমি পথে নামি উৎসাহী দৃষ্টি নিয়ে;

হ্যা, ঐ তো মানুষ! 

কাছে গিয়ে দেখি,

মানুষ না, 

মরীচিকা; 

দ্বিপদ এক জীব,

হেঁটে বেড়ায় পথে পথে, 

মানুষের মতই হাটে একেবারে, 

তবে, ভেতরে শুধু স্বার্থ আর লোভের টানাটানি, 

চোখ-মুখ-কান সবই আছে, অথচ নেই শুধু মানুষটা ভেতরে।

নগরে সন্ধ্যা নামে, আমি লোকারণ্য কোন স্থানে বসি। 

(দেখি) কত হাসাহাসি, কত ধরাধরি, কত গড়াগড়ি,

ভোগের মাটিতে দোলে নাগরদোলা;

হাত দিয়ে ইশারায় ডাকে, 

আমাকে এক মানুষ 

দ্বিপদ প্রাণী, 

আমি জানি, 

এ মোটেই মানুষ নয়; 

তাহার হাসির অন্তরালে যেন 

আমি দেখতে পাই বিনাশী এক ছায়া, 

অর্থানন্দ আদায়ের এ হাসি আমাকে ঘাবড়ে দেয়, 

আঁধারে একা একা বসে আমি করি মানুষের সংজ্ঞায়ন।

Comments

    Please login to post comment. Login