আমি ভেবেছিলাম জীবন হবে পাখির মতো,
মহাসমুদ্রের নীল থেকে ভেসে আসা কোন অ্যালবাট্রোস।
আমি ভেবেছিলাম জীবন হবে,
পাখির কাকলিতে ঘুম ভাঙা এক ফুলেল ভোরের মতো
শিউলি ঝরা কাঁচা মাটির পথের মতো নির্ভেজাল।
আমি ভেবেছিলাম জীবন হবে একটা কবিতা,
ছন্দে ছন্দে মিলে যাবে সকল অন্তের মিল,
ভেবেছিলাম, মানুষে মানুষে কেবলই ভালোবাসা হয়;
যুদ্ধ-বিদ্বেষ! কেবলই প্রাচীন কোন রূপকথায় রয়।
আমি ভেবেছিলাম,
জগতের ভালোবাসা এক অনির্বাণ সুখ,
আষাঢ়ে বৃষ্টির মতো অবিরাম ঝরে যাওয়া;
চায়ের কাপে চামচের ঝড়ের মতো সহজ
তোমাকে বলে দেবো ভালোবাসি প্রিয়তমা।