আমরাও কি ধ্বংসের দ্বারপ্রান্তে???
খন্দকার জনি, প্রথম খন্ড, (১ম পর্ব)
আল্লাহ্পাক পৃথিবীকে মনের মাধুরী দিয়ে সাঁজিয়ে,শূন্য পৃথিবীর বুকে আবাদ করার ইচ্ছায় প্রথমে পাঠিয়েছিলেন ফেরেশতা জাতিকে...
আর ফেরেশতা জাতি আল্লাহ্পাকের হুকুম-আহকাম পরিপূর্ণ ভাবে পালন করার মাধ্যমে পেয়েছিলেন আল্লাহ্'র নৈকট্য, হয়েছিলেন সৃষ্টির সর্বোচ্চ মর্যাদায় আসীন। আল্লাহ্ তায়ালা ফেরেশতাদের উপর এতোই খুশি হয়েছিলেন যে, ফেরেশতাগণকে তিনি নিজের সৈন্য হিসেবে নিয়োগ দিয়ে আসমানে উঠিঁয়ে নিয়েছেন আর তাদের উপরে নানা দায়ীত্ব অর্পিত করে তাদেরকে করেছেন বিশেষভাবে সম্মানিত।
এর অনেক পরে আল্লাহ্পাক আবার নিজের ইচ্ছায় নতুন জাতি হিসেবে জীন জাতিকে সৃষ্টির উদ্দেশ্যে ফেরেশতাগণের মতামত জানতে চাইলেন?
ফেরেশতাগণ আল্লাহ্পাককে বললেন,
আমরা থাকতে আপনি কেনো নতুন জাতি সৃষ্টি করবেন। আমরাই-তো আছি আপনার সকল হুকুম পরিপূর্ণভাবে পালন করার জন্যে...
আল্লাহ্পাক ফেরেশতাকুলকে বললেন,
আমি যা জানি, তোমরা তা জানো না!
অতঃপর আল্লাহ্পাক তার অনুগামী হিসেবে আগুন থেকে সৃষ্টি করলেন জীন জাতি। পাঠালেন পৃথিবীকে আবাদ করার উদ্দেশ্য নিয়ে।
কিছুকাল জীন জাতিগণ আল্লাহ্'র অনুগত থাকলেও পরবর্তীতে তারা আল্লাহ্'র অস্তিত্বকে অস্বীকার করে নিজেদের সাথে দলাদলি করতে করতে নাফোরমান জাতি হিসেবে আল্লাহ্'র ইচ্ছের বিরুদ্ধে কাজকর্ম চালিয়ে যেতে লাগলো।