ভালবাসা আর শংকায় বাজে সদা মনরে বীণা,
মাফ পয়েছেি কী ক্ষমাশীল দয়াময়! তা' জাননিা।
হৃদয়রে গভীর হতে কি বষিাদরে র্মম বদেনা,
তীব্র হতে তীব্রতর অসহনীয়, তবু হারাতে চাইনা।
বুকে হাত দয়িে বল,ি কতবার যে তোমায় স্মরছে,ি
পলে পলে অনুপল,ে দানা পানি সামনে পয়েছে।ি
ভূলে ও হাত চলনেি তা' নতিে বরং "রোজা রখেছে"ি।
ভাংতে পারনিা কোন ভাব,ে কভিাবে দাঁড়াব সদেনি!
ভালবাসি তোমায়, ভালবাসা পতেে চাই সদা,
পদে পদে ভূল আর অবাধ্যতা!যদি করো ক্ষমা।
র্দূবল আর শষে নবীর (সাঃ) অনুসারী "অনকে দাবী"!
তাঁ'র সুন্নাহ, রীতনিীতি কতটুকুইবা মানতিে পার!ি
রাহমান তুম,ি রাহীম তুমি ওগো পরম দয়াময়,
আজকিে এই খুশরি রাতে ক্ষমা আর রহমতরে অনুনয়।
যতো আবদেন, বাহারি চাওয়া, দু'জাহানরে তর!ে
তোমার বান্দা, মহানবী (সাঃ) প্রয়ি উম্মত; যনে হয় কথা-কাজ।ে
ফখরে বাঙ্গাল নবিাস,
বাড়ী# ১২৩৪, ওর্য়াড# ১২,
ভাদুঘর, ব.িবাড়ীয়া-৩৪০০।
এটি একটি প্রিমিয়াম পোস্ট।