নাম ঠকিানা ভূলযি়ে দবি,ে
চকিনগুনযি়া।
ডানে হাঁটার ইচ্ছে হলইে,
হাঁটা যাবনো।
চালক ঠকিই দহেরে তুম,ি
নাইযে কোন বল,
চলার পথে উদাস হল,ে
দখেবে বহু বপিদ।
কউেবা বলে নাপা খাও ,
প্রচুর তরল খাবার,
কউে বলে বা প্যারাপাইরল,
ডাবরে পানি পান।
সত্যি কথা বলতে গলে,ে
ভয়ে হবনে কাৎ,
মুখরে রুচ,ি ঘুমরে বরিাম,
সবি নবেে ভাই।
নাওয়া খাওয়া বনিে ক'দনি,
ঘুমে অচতেন,
ব্যাথার সাথে নরিস থাকা,
রয়না দহেে বল।
সব যোগাযোগ হালকা হব,ে
বাড়বে ছুটা ছুট।ি
কখনো বা হরেে গযি়,ে
শশিু কালরে স্মৃত।ি
যতো পারনে বশেি কর,ে
পানি করো পান,
র্দূবল যনে নাইবা কর,ে
ভাল ভাল খান।
ফখরে বাঙ্গাল নবিাস,
বাড়ী# ১২৩৪, ওযর়্াড# ১২,
ভাদুঘর, ব.িবাড়ীয়া-৩৪০০।
এটি একটি প্রিমিয়াম পোস্ট।