পোস্টস

কবিতা

ক'ফোঁটা রক্ত (প্রিমিয়াম)

১১ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

তোমরা আছো বলে বঁেচে আছে
দশে সমাজ,
বয়সে ছোট হতে পার, তবে করে যাও
বড় বড় কাজ।
রক্তরে বাঁধনে লহ বাঁধয়িা,
জাননা কবো আপন পর!
শুধু জান রক্ত লাগব,ে রক্ত চায়,
কে আছো? কোন জন?
হাসপাতালরে বছিানায় শুয়ে শুয়,ে
মৃত্যুর প্রতীক্ষায়,
প্রহর গুনে মরি মর,ি
সকাল সন্ধ্যা কত বলো যায়,
কউে নাই কারো, আবার আছে
অনকে আত্মীয় কারো,
রক্ত দবেে ভাই! রক্ত লাগব;ে
বাঁচাতে প্রাণ তা'রো।
মন মানস,ে দহে মননে
তরৈি থকেো ভাই,
ক'ফোঁটা রক্তে তোমার যদ,ি
বাঁচে কোন বোন ভাই।
তোমার রক্তে নবজাতক কোন
ফরিে পায় পৃথ্বী পথ,
মা সকল পৃথবিীর যদি
দখেে বাঁচার স্বপ্ন সব।
রক্ত যাদরে নশো পশো;
রক্ত করে নাক পান!
রক্তরে তরে নদি নাই তার,
এই বুঝি যায় কারো প্রাণ!
রক্ত দানে দবিা নশিি ছুট,ে
চনো অচনো কত পথ!
রক্তরে যোগান দতিে হবে ভাই,
এই আমাদরে পণ।

ফখরে বাঙ্গাল নবিাস,
বাড়ী# ১২৩৪, ওর্য়াড# ১২,
ভাদুঘর, সদর, ব.িবাড়ীয়া-৩৪০০।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।