Posts

উপন্যাস

বজলুর মন - পর্ব ১ (Premium)

June 11, 2024

ওয়াসিমুল ইসলাম

0
sold
করিম খাঁ - বাসা থেকে বের হয়েই আবার ঘরের ভিতরে ঢুকলেন, একটা ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল, ৫০ এর কোটায় এই বয়সে তার অনেক ভুল হচ্ছে, এ ব্যপার টা ইদানিং সে নিজেই খেয়াল করেছে মনে হলেই বেশ খারাপ লাগে।

এখন, ঠিক পাক্কা পাঁচ মিনিট বসে তারপর আবার অফিসের দিকে রওনা দিতে হবে, পাঁচ মনিট বিরতিতে সব কিছু আবার নতুনের মতো হয়ে যায়।

ঝুম বৃষ্টি হলে গাছের সবুজ পাতা যেমন হয়। তাই পাঁচ মিনিটই বসতে হবে, এর কম ও না বেশিও না।

এইতো কদিন আগেই, একটা বাচ্ছা ছেলে .........।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login