মাগো তুমি দোল খয়েে যাও
তব মায়রে কোল,ে
দনিে দনিে ঘনয়িে আসে
আমি আসব যব।ে
রুহরে ধরার অধবিাসী আজ,
অনাগত সন্তান,
বলতিে কছিু বড় সাধ জাগ,ে
শোন দয়িে মন-প্রাণ।
কশিোরী হবে চপলা চঞ্চলা,
কলরব ধ্বনতি,ে
ঘরে বাহরিে তোমার বচিরণ,
দখেবে খুশতি।ে
পাবে যৌবণ, ভাবরে সাগর,ে
করবে অবগাহন,
একটু খানি ভুলরে মাশুল,ে
স্তব্ধ হবে কি সব!!!
মাগো তুমি থকেো সদা,
খোদার দয়ো পথ;ে
বড় পীররে মায়রে মতো,
পায়গো তোমাক।ে
স্বভাব, চরতি সবি যনে,
পায়গো যনে তোমার,
দ্বীন-দুনয়িার র্গব হব,ে
মায়রে অহংকার।
কালরে স্রোতে ভাসবে নাক,
সব কি হারাব!ে!!
খোদার দয়ো জীবন বধিান;
নাওগো মনে প্রাণ।ে
তোমার হয়ে ফরেশ্তোরা
লড়বে দখেো মা,
খবশি আর ইবলসি যতো,
সুযোগ পাবনো।
বাবা আমার ধর্য্যৈ ধরো,
হবনোক পথহারা,
মাথার মুকুট, চোখরে তারা,
তুমি পথরে দশিা।
শক্ষিা-দীক্ষা, হাতে কলম,ে
মহান যতো র্কমভার,
সব তোমারি কাছে নবি,
র্গব হবো তোমার।
ইচ্ছে তোমার স্বাধীন মাগো,
ইচ্ছে করো মহৎ,
তোমার সন্তান আসলে মাগো!
পূরণ হবে স্বপন।
বাবা মায়রে সোনার মানকি,
নয়নরে শান্ত,ি
চায়গো দোয়া দ্বীন-দুনয়িায়,
হতে যনে পার।ি
এটি একটি প্রিমিয়াম পোস্ট।