Posts

কবিতা

পিয়া পরশে

June 11, 2024

মোঃ আল আমিন

188
View

তোর ঠোঁটের শরাবে পিয়াসি প্রিয়, চিত্ত জ্বলে তোমার অভাবে
সাকি তোর প্রেম পেয়ালা বাড়ায়ে দে এবার আমার অধরে।

গৌর বদনে গুলাবী রেশম আঁগ জ্বালাদি হিয়াতে মোর
কপোল তলের বিন্দু ঘামে নিভবে বুঝি মনের আগুন।

পিয়াসে পরাণ ওষ্ঠাগত এক বিন্দু তোমায় পান করে
কেমন তৃষ্ণা আজ শরীর জুড়ে প্রেয়সী তোর প্রেম বিহনে।

রাধা বিনে জীবন জুড়ে বিষাদময় এক নামলো আঁধার
রাঙিয়ে দে ভুবন আমার পরশে তোর ঠোঁটে আবার।

আলগা করো তোমার তনুর বাঁধন অভিসারে বসো পাশে
ইচ্ছে করেই হোঁচট খেয়ে লুটায়ে পড়ি তোর কলেবরে।

খোঁপা খুলে মদিরা ধরো, চোখের নেশাতেই মাতাল আমি
ঠোঁট চেপে ধরা প্রগাঢ় প্রেমে মোরে ধ্বংস করো বিনোদিনী।

বঙ্গবন্ধু হল 
ঢাকা বিশ্ববিদ্যালয় 
১৫/০১/২০২৪ 

Comments

    Please login to post comment. Login