ছায়া ঘরো মায়ায় ভরা নজরকারা গ্রাম;ে
কউে কি যাব;েশান্তি পতেে দহে-মন জোর?ে
পুবরে বলিে শাপলা, শালুক,ছবরি মত নদী;
চলছে বয়ে নরিবধি প্রানরে ততিাস নদী।
বুকরে উপর ট্রনে চলে ভাই সকাল সন্ধ্যা রাত;ে
ঢাকা থকেে সলিটে কংিবা ফনেী চট্রগ্রাম;ে
নীরবতার মান ভাঙ্গয়িা বাজায় খুশরি সুর;
মায়রে মতো গ্রামটি যনে আবগে-েআপ্লুত।
কুরুলয়িার খালটি পাবে গ্রামরে উত্তর;ে
মষ্টিি আলুর নৌকা কভু বাঁধা সারে সার।ে
পীচঢালা সে রাজপথ; মাথার উপর দয়ি,ে
দবিা-নশিি চলছে বাহন,যাত্রী বহন করে ।
ঘুময়িে আছে পীর-আওলয়িা পরম সোহাগ,ে
দ্বীনরে দাঈ ব্যস্ত সদা সবার সবোর তর।ে
পুণ্যকাজে ত্রস্ত পদে কউে চলে ভাই মসজদি;ে
মাদ্রাসাতে কোরান-কতিাব পড়ছে দল-েদল।ে
বাহাদুররে ঘর বলে কউে; কউেবা ভাদুঘর,
পুবরে কালে গ্রামরে মাঝে ছলি দুটি গর;
গর থকেে হোক; আর ঘর থকেে হউক নামটি ভাদুঘর;
রয়লো দাওয়াত সবার তর;ে সারা জনম ভর ।
২৭.০৯.২০১৫
রাত ০৮ টা ৩০
আরফি ইবনে শামছ
আশা টাওয়ার,
শ্যামলী, ঢাকা।
এটি একটি প্রিমিয়াম পোস্ট।