Posts

কবিতা

কথা কাজে পরিচয় (Premium)

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

0
sold
কি হলো আজ পথে ঘাট,েভালো মানুষ নাই,
অল,ি গল,ি পথে পথ,ে জারজ দখো যায়,
কথা, কাজ,ে আচরনে মলিবে পরচিয়,
জারজ নাকি ভদ্র মানুষ, সবাই তাহা কয়।
পথরে মাঝে কংিবা কভু বাজার সদায়,ে
একলা কোন ময়েে পলেইে, হুমড়ি খয়েে পড়!ে
বাসে উঠার সময় কংিবা নামার সময় হল,ে
পাগল, ছাগল, প্রতবিন্ধী করে কি আর বল?ে
একলা সীটে বসা পলে,ে ভদ্র সজেে বস,ে
নোংরা যতো কথা কাজরে, প্রকাশ করে হসে।ে
সহ্য করার সীমা ছাড়ায়, কউে বলনো কছিু,
আশে পাশে যাত্রী বহু, নাইকি মানুষ ভালো!
পথ,ে ঘাট,ে বাস, বাজার,ে ছুটে প্রয়োজন,ে
বশ্যো ময়েরে মতো তোদরে ডাকছে কভু কাছ?ে
তোরা কনে এত খারাপ, জারজদরেই মতো,
কথা, কাজ,ে আচরণ,ে ছুটসি তাদরে পছিু।
সব হারামী মলিে কনে নোংরা কথা বলসি,
একলা ময়েে ভাবছে শুধু, কমেন তোরা খবশি!
নাইকি তোদরে ময়েে ছলে,ে ভাই বোন, সংসার?'
কমেন করে তাদরে সাথ,ে করসি বসবাস?

This is a premium post.

Comments

    Please login to post comment. Login