পোস্টস

কবিতা

নতুন করে গড়ি (প্রিমিয়াম)

১১ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

নতো মনেে যার কাছে ভাই সব কর সর্মপণ;
সরলতার সুযোগ নয়ি,েসব করে সে ভোজন।
যাদরে কাছে আশার আলো,তারা করে ভান,
দবিালোকে ঘুমায় তারা; বাড়ে তাদরে মান।
কষ্টে আছ,ি কষ্টে থাক, কার কি আসে যায়?
তোমার আমার রক্ত চুষে গভীর ঘুমে যায়।
জমি জরিাত যাইবা আছ,ে রাখবনো তা’ বাকী!
ঘুর-েফরিে যায় দখেয়িে শুভংকররে ফাঁক।ি
পোষাক দখেে জানবে নাক তাহার চরত্রি;
কথার ফাঁকে বোঝতে হবে কমেন সে পবত্রি!
কথা কাজরে মাররে প্যাঁচে জানবে কি কি চায়?
তোমার আমার ভালো তারা কভু নাহি চায়!
“বদলে দবেো” সমাজটাকে শপথ করো যদ,ি
থর-থর করে উঠবে কঁেপ,েতাদরে নরম গদ;ি
পাহাড় সম সাহস দখে,ে মরবে জালমে ভয়;ে
তোমার আঘাত রুখতে তাদরে সাধ্য নাহি রব।ে
তোমার তুমি নয়তো একা রাখবে মনে সদা,
সবার সাহস শক্তি পাব,েরবে প্রাণরে দোয়া।
সবাই মলিে সমাজটাকে নতুন করে গড়,ি
শাসণ-শোষণ হোক অবসান;নজিরে মতো থাক।ি

আরফি শামছ
সন্ধ্যা ০৬ টা ৩০
২৮.০৯.২০১৫
আশা টাওয়ার,শ্যামলী, ঢাকা।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।