পোস্টস

কবিতা

ফেরেশতাদের বাগানে

১১ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

কোকিলের কুহু কূহু, তটিনীর কলরব;

সবুজের সমারোহ, সাজানো যতোসব।

ফুলে ভরা থরে থরে, মনোহর বাগিচা,

হার মানিবে নীরবে, বারেক এসে দেখনা।
 

কচিকাঁচার মিলন মেলা, ফেরেশতাদের বাগানে,

কে যাবে ভাই, শান্তি পেতে, সকাল দুপুর সাঁঝে,

শুনতে পাবে ঐশী কালাম, অতি মধুর সুরে,

মহানবীর (সাঃ) বাণী বাজে, কচিকাঁচার স্বরে।
 

ধূলীর ধরায় স্বর্গ যদি, দেখতে চাওরে কভু,

ছড়িয়ে থাকা বিশ্ব মাঝে, মাদ্রাসাতেই এসো।

নয়কো একা, বন্ধু সহ, আপনজনা নিয়ে,

মনেপ্রাণে শুনে নিতে, শান্তি সুধা পানে।
 

আলেম, হাফেজ, ক্বারি সাহেব ইসলামের রাহবর,

তৈরি হচ্ছে দ্বীনের দাঈ, যুগের মান্যবর।

উঁচু করে ধরবে তাঁরা, ধ্বজা ইসলামের,

সগৌরবে পৌঁছে দিতে, বাণী ইহসানের।
 

তারিখঃ ২৩.১১.২০১৬

সময়ঃ রাত ১২টা ৩০ মিনিট।

ঢাকা, বাংলাদেশ।