Posts

কবিতা

হৃদয় কন্দরে (Premium)

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

0
sold
কবতিা তোমার আশ্রয়স্থল হয়তো হারয়িে যাব!ে
মশিয়িে দবেে দুঃখরে উদ্ভট গন্ধ মশোনো মদ।ে
হারানোর বদেনা সে যে তক্তি পয়েধারার মতো,
আশা করা হয়না কভু যা'দয়িে যাবে যতো।
মসৃণ হৃদয়ভূমে জাগাবে ধূ ধূ মরুময় বালুকারাশ,ি
জাগবে হৃদয় নদীতে বদেনার বালুচর রাশি রাশ।ি
যে নদী বয়ে চল,ে প্রয়ি জনরে ভালবাসার সন্ধান;ে
সে যে কী মরুতৃষা নয়িে চল,ে জানতেো কবেল স।ে
জানবে সদেনি ভাল কর,েভালবাসা হৃদয়পট,ে
সুন্দর সতেো অনন্যা,বলছি মধুর লগন মাঝ।ে
ভাল করে নওি দখে,ে কবতিার সব অঙ্গ জুড়,ে
বষিাদমাখা অশ্রুসজল, কান্নাতে যার বুক ভাস।ে
সন্দহেরে বোমারু বমিান, মনাকাশে যায় উড়ে যায়,
মরণবীণায় প্রাণ কে দবেে , নর্লিপ্তি সব আঁখি তাই।
ভাগ্য কারো তরৈি করা, কারো আবার গড়তে হয়,
জীবন মাঝে যুদ্ধ কর,ে প্রাণকে আপন করতে হয়।
প্রতভিার স্বাক্ষর নাক,ি বরিহরে মহাঔষধ!
জীবনরে প্রাণসঞ্চালন,ে মৃত দহেে সঞ্জীবন।
অসভ্য প্রবৃত্তকিে খুঁজে বরে কর,ে বধ্যভূমতিে কর বধ,
দাও প্ররেণা, মহান সে প্রভুর আভাস,ে
তুমি দনিভর।
স্বপ্ন দখোও, পথরে দখো, জীবন পথরে কত মলো!
লাভরে দখো মলিবে কব,ে সইে হসিবেে জ্ঞান হারা।
কবতিার সৃষ্টি তব, প্রমে নবিদেন, নজিরে তর!ে
সৃষ্টরি উল্লাসে আজ সব কাঁপে তাই হৃদয় কন্দর।ে
২৮.০৮.২০০১
ফখরে বাঙ্গাল নবিাস,
ভাদুঘর, ব্রাহ্মণবাড়ীয়া।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login