পীচঢালা রাজপথ ছাড়িয়া অভিমানে,
নৌকায় চলিলাম জ্যামের অত্যাচারে।
সময় বড় বেশী স্মার্ট হয়ে গেল আজ,
তাড়া খেয়ে পিছু ছুটি, লাগে যে লাজ।
নাই কেহ দেখিবার? করেনাতো সমাধান,
জীবনের কত বেলা, অপচয় বেশুমার।
লেইট খায় কখনো, কেটে নেয় বেতনের,
কখনোবা পুরোটাই হাতছাড়া মেজাজের।
ক্লাশ আর লেকচার কিংবা পরীক্ষা,
সময়ের পরে গেলে, ব্যাহত শিক্ষা।
চাকরি পেতে হলে কর লাফ-ঝাঁপ,
লেইট করে হলে গেলে,পাবে নাক মাফ।
মাথা ব্যাথা নেই কারো, কোন রুপকল্প,
শোনা যায় লুটেপুটে, সব খাওয়ার গল্প।
জনগনের ভাড়া সব, যায় কার পকেটে,
প্রতি বছর দেখে যায়, সবকিছু লোকসানে।
লেখাপড়া, চলাফেরা, বসবাস শান্তিতে!!!
চাকরি, সেবাদান, সব যায় পাল্টে।
বিনোদন, দাওয়াতের বেজে যায় বারোটা,
সিগনালের গ্যাঁড়াকলে শহুরে জীবনটা।
১৬ /০৮/২০১৭