ধরাতলে আগমনে আজান দিল খুশি মনে,
ভাবছি বসে ধূলীর ধরায়, গোছল, নামাজ বাকি আছে।
শোক সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলে বিভুর কাছে,
"আসতে হবে আমার মতোই যখন তোমার সময় হবে"।
সারা বেলা কাঁদলো আকাশ,
নিথর, নীরব, সব দেহ -প্রাণ।
আশার তরী, ডুবল আজি,
শোক-সবুরে, তোমায় খুঁজি।
প্রদীপ সম ছিলে তুমি, বলছে ইমাম, সবে,
নিভে গেলো চেরাগ, কেন? কিসের অভিমানে!
পি.এ.টি.সি'র গাছ গাছালী নিথর মাথা নত,
শোকের কথা বলে যেত, যদি ভাষা পেত।
কি হারাল, কি যে হল, ডাকছে মাথার 'পরে,
যমকুলি আর অন্য পাখি, কাঁদছে পালা করে।
সবাই যখন দাঁড়িয়ে গেল, তোমার জানাজায়,
শোকাহত পাখিগুলো চুপটি করে ধায়।
শোকানলে সবাই দেখো, করছে হাহাকার,
মাফের তরে করছে দোয়া, খুলে মন-প্রাণ।
"কোমলমতি ছেলে মেয়ে প্রভুর জিম্মায়,
পরিবারের সকল কিছু দেখো পরওয়ার
এমন কিছু নাইবা করি, তুমি নারাজ হবে,
তোমার দেয়া সরল পথে, থাকি যেন সবে।
শোকাতুরা মনে প্রভু! চায়গো তোমার কাছে,
অপার দয়ায়, রেখো তাঁরে, জান্নাতী করে।
তাঁহার মতোই সবার তরে, জীবন যেন গড়ি,
সুখে- দুঃখে সব মানুষের, আপন হয়ে থাকি।
১২.০৮.২০১৭
শনিবার
দুপুর ০১ টা ২৬।