Posts

কবিতা

সম্পর্ক

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

ফোনের অপর প্রান্তে অভিযোগ,

"এইভাবে কি সম্পর্ক রাখা যায়"?

সাবলীল জবাব, হ্যাঁ। প্রয়োজন

আর অপ্রয়োজনে এ দাবী সবার।
 

অভিমানী কন্ঠ নীরব, নিথর, হতচকিত!

"কি জানি বুঝিনা আমি এতোসব"।

দিন যায়, মাস যায়, ঘুরে যে বছর,

বন্ধু কিংবা আত্মার কেউ রাখে কার খবর?
 

ব্যস্ত দুনিয়ায় নাই সময় নাই নাই,

"পথে হল দেখা, বলা হল কথা-চল যাই",

আঁড়ালে চোখের, দূর হতে দূরে যারা,

না পাওয়ার নানা বাহানা, খুঁজে ফিরে তারা!
 

সচেষ্ট কেউ সুখের রাজ্য গঠনে, কেউ দখলে,

কেউ মত্ত কচিশিশুদের অজানা রাজ্য আবিষ্কারে।

কেউ ব্যস্ততার মহাপ্লাবণে, খুঁজে লক্ষ্য-বন্দর,

কেউ ছুটে নাভিঃশ্বাসে পৌঁছিতে বাতি-ঘর।
 

সংসার করে কেউ, সংসার গড়ে, সরবে, নিভৃতে,

শত বেদনারা চাঁপা পড়ে, সে সুখেরই আলিঙ্গনে।

স্মৃতির ঝলকে কেউ খুঁজে পায় তৃপ্তির মহাসুখ,

কেউ ভূলে যায়, কেউ পারেনা, ভূলিতে সঞ্চিত দুঃখ।
 

তবু আছরে পড়ে, বেশুমার ঊর্মিমালা জীবনের উপকূলে,

বড়ই অভিমানে কভু, হিংস্র আগ্রাসে তীব্র গতিবেগে।

পাহাড় সম ব্যাথার পাহাড় ফিরছে বারেবারে,

অভিমানের ফানুস ফেটে, ছুটছে তীরের পানে।


২২.০৯.২০১৬

Comments

    Please login to post comment. Login