পোস্টস

কবিতা

ধূসর প্রেম

১১ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

হৃদয়ের অতল গহ্বরে অতন্দ্র প্রহরী সেজে,

সহাস্য কলতান সঙ্গী হয়ে; জীবন নদীর তীরে।

এ কেমন আগমন তব? মনোবাসনার এমনি প্রকাশ;

সহজ অংকটি তোমার বুঝেনাতো সে, আজো ম্রিয়মাণ।
 

সাধণার মানবী, ভালবাসার উৎসারিত ঝর্ণা;

কেন জাগালে হৃদয়ে তাহার, দ্বারে দিতে ধর্ণা।

পাবনা এ অলীক কথার পুষ্প কভু জাগবেনা?

পেয়ে যাবো এমন ধারার ঊর্মি কি আর ডাকবেনা?
 

সবি জানে আসবে কবে, যিনি চালায় কালের চাকা,

ভালবাসার প্রতীকটুকু, তোমার প্রেমে হবে আঁকা।

প্রেম পিয়াসী এ হৃদয়ে ঢালবে প্রেমের বারিধারা,

জীবনটারে ফিরিয়ে দিয়ে, আরো দিবে পূর্ণতা।
 

বুঝতে কিনা পারো মনে বাস করে সে কোন পরী?

ব্যাথার দানে বিষের বাঁশি, বাজায় এ কোন সুন্দরী!!

জীবন জাগার গান কবে কার, পথ হারালো কিসে?

ফিরিয়ে দেয়ার ঢালিখানি, বাঁধ সাধিল শেষে।
 

জানতে চাহে ঢাললে তুমি, কোন্ মদিরা এই পিয়ালায়?

পথ চলিতে, পথ হারিয়ে, কোন্ কারণে পথ ভূলে যায়?

চাইনি কভু এমন ধারা, তবু কেন আসলো ঘিরে!

এই অবসাদ; হতাশ মিছিল ; ভালবাসা চাই কি বলে?
 

আশার স্বপন, হৃদয় কাঁপন, সব মিলিয়ে ছন্দ পতন!

পাব নাকি হৃদয় তলে; কভু প্রমের বর্ষাবরণ!

ফোটবেনা কি প্রেমের ফুলে, ভালবাসার কোমল ছোঁয়া,

ব্যাথার ধূসর ধূলি-বালী ; তোমার প্রেমে হবে ধোঁয়া!!

 

৩০.০৮.২০০১