বিবেক তোমার, আমার, সবার নির্বাসনে গেল নাকি!
বিশ্ব বিবেক মাতাল হয়ে, ঘুমের ঘোরে পড়লো বুঝি!
বিবেক নামের শব্দখানা অভিধানের কোন্ কোনাতে,
প্রাণ আছে কি নেই তা'তে আজ, খবর নিবে কোন সে' জনে।
উজান দেশের বানের পানি, ছেড়ে দিবে যখন খুশি!
মাতবরেরা কোথায় গেলো, কোথায় তাদের গলাবাজি।
মানবতা যায়না পাওয়া, বানের জলে ভাসে,
দুর্গতদের চোখের ভাষা, পড়তে নাহি জানে।
মা হারালো, বোন হারালো, ভাই হারালো শেষে,
পাশে থাকা কচি খোকার, হদিস নাহি মিলে।
সহায় সম্বল, ভিটে মাটি, ফসল জলের তলে,
অশ্রুধারা শুকিয়ে গেছে ,তাঁকিয়ে পাথর চোখে।
কে আছো ভাই, বোন কোন এক, বাড়াবে কোমল হাত,
মানবতা ডুবে গেলো, করে যাও উদ্ধার।
নিজে পারো যা', আরো খোঁজে নাও মিলিয়া সকল জনে,
পাড়া প্রতিবেশী, দেশ-খেশ মিলে, তাঁদের সহায় হতে।
২০.০৮.২০১৭