Posts

কবিতা

পাষাণের বুক ফাঁড়ি

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

বানের জলে সব হারিয়ে ,

নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে,

শান্তিটুকু খুঁজি;

হউক তা' আরাকানে, নির্যাতিত জনপদে, 

জালিমের রক্ত রাঙ্গা,

পাষাণের বুক ফাঁড়ি।
 

রক্ত পিচ্ছিল, মৃত্যু পায়ে,

শংকা প্রাণের সাথী,

তবু শান্তিটারে খুঁজি;

বাংলা, ভারত, চীনের মতো,

প্রতিবেশী দেশ কে জানো,

দুর্দিনে কি পেলি।
 

জীবন মরণ সমান যেথা,

শক্ত করে দাঁড়া,

শান্তি আসবে নামি;

কামড়ে ধর, মরণ কামড়,

দন্ত, আছে, নখ ও আছে,

জ্বালাও প্রাণে শক্তি।।
 

আজি হতে মরণ বীণা,

নাওতো তুলে শক্ত হাতে,

দেখবে কেমনে থামে,

মরবে নাকো একলা কোন,

জালিম কয়টা সহ,

মৃত্যু নিয়ে খেল।
 

শান্তি সবার, শান্ত ঘরে,

আনবে ফিরে,

জালিম খতম করে;

কাঁপন ধরাও, মৃত্যুভয়ে,

পালায় যেন, ঊর্ধ্বশ্বাসে,

শান্তি হবেই হবে।
 

শুরু তোমার করতে হবে,

জালিম বধে অগ্রভাগে,

আসবেনা কেউ মিছে;

মানুষ যারা বীরের মতো,

ধরবে চেঁপে তাদের টুঁটি,

ফিরিশতারা পাশে।
 

ভয় কি তোমার,

বীরের জাতি,

রক্ত টগবগে,

সাহস তোমার আকাশ সম,

দাঁড়াও তুমি পাহাড় সম,

আসবে বিজয় ঘরে।
 

আসলো কেবা, হটলো পিছে,

অস্ত্র দিল? ছল করিল?

দেখার সময় কই,

মারতে হবে, জালিম সবি,

বিজয় নেশা, সঙ্গ-সাথী,

করবো সবি জয়।

০১/০৯/২০১৭ ঈসায়ী সাল।

ফখরে বাঙ্গাল নিবাস,

বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২,

ভাদুঘর, সদর, বি.বাড়ীয়া-৩৪০০।

Comments

    Please login to post comment. Login