বৈশাখ এলে রামধনু রং রংতুলিতে লাগে
বৈশাখ এলে গ্রাম বাংলায় ঢোলের বাদ্য বাজে
দেখি আল্পনাতে কল্পনাতে শোভাযাত্রা সাজে
অসুর বধে বাঘ সিংহ কেশর ফোলায় রাগে
কাব্য কথায় গানে নুপুর-নৃত্যে মঞ্চ ওঠে কেঁপে
নৌকাবাইচ বলীখেলা ঘুড়ি বায়োস্কোপের মেলা
পুতুল নাচ নাগরদোলায় কাটে বৈসাবি-বেলা
সে আনন্দে সুর ছন্দে ধরায় বৃষ্টি আসুক ঝেপে
লালপেড়ে সাদা শাড়ি রঙিন চুড়ি খোপায় ফুল
গলায় মালা কপালে টিপ মুগ্ধ নারী সমুদ্দুর
বৈশাখে হৃদঝড়ে বিষাদ বাজায় করুন সুর
তবু হর্ষে নববর্ষে আজ শোক-স্মৃতি চক্ষুশূল
নতুন সূর্য দ্রোহে জ¦লুক দীপ্তি ছড়াক আকাশে
ক্ষুধার্ত আহার পাক যেন জীবন্মৃতে প্রাণ আসে
This is a premium post.