Posts

কবিতা

জাগো আবার জাগো (Premium)

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

এ কোন্ ঘুমে অচতেন, জাগবনো কি জাগবনো!
ভাই, বোন, আর শত মাজলুমার, কান্না কানে পৌঁছনো?
জালমিরে দল তোর দ্বারে কই, খুঁজসি কনে হদসি,
সে আশাতইে আছসি বস!ে জীবন মরণ ভাবসি!
কাঁদার তরে মানুষ দূর,ে পশু পাখি কউে রবনো,
পড়বি যখন বপিদ মাঝ,ে ছুটবরিে তুই পথ পাবনিা।
পরকে আপন করে নতি,ে হলি যে তুই র্স্বাথপর,
নজিইে নজিরে ষোল আনা, পাষাণীর সব র্পূণ কর।
মানবতার দীক্ষা দবি,ি মানবতাই ভূলে গলে!ি
এমন হল,ে কমেনে চল,ে বশ্বি ধরত্রিী।
বাহুডোরে শান্তি পাব,ে সকল জাতি ভদে-ভূল,ে
আজকে তোমার বহোল দশা, দখেছে সবি বশ্বির।ে
কোথায় তোমার, বীররে জাত,ি সত্য ন্যায়রে সাহস,
কোথায় গলে, মটকে ফলোর, জালমিরে সব ধর।
জাগো আবার জাগো সবে হায়দরী সে হাঁক ছড়ে,ে
পথ হারাব,ে জালমি যতো, মরবে পথে প্রান্তর।ে
সাহস পাব,ে আশার আলো, নর্যিাততি ভাই-বোন,ে
আবার ফরিাও পাগলা ঘোড়া,
ছুটতে মুক্ত,ি কল্যাণ।ে
নইেকো সময় পছিু ফরোর সামনে বার অগ্রণী,
পাষাণ, জালমি, দানব-মানব,
বদিায় হবে খুন।ি

ফখরে বাঙ্গাল নবিাস,
বাড়ী# ১২৩৪, ওর্য়াড# ১২,
ভাদুঘর, সদর, ব.িবাড়ীয়া-৩৪০০।
০৪/০৯/২০১৭ ঈসায়ী সাল।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login