বৈশাখ
১১ জুন ২০২৪
Krishna Bairagi Ovinob
🌦বৈশাখ 🌳
গগন হতে পড়লো শীকড়
সিক্ত করলো আপন মস্তক,
বিস্ময় হতে গগন পানে
আঁখির দৃষ্টি গেল চলে।
দৃষ্টি মুখে পড়লো ধরা
খণ্ড খণ্ড মেঘমালা,
খানিক কালো খানিক ধলো
ভেসে চলছে আপন দিশা।
কালো মেঘের দল থেকে
জলকণা পড়লো ঝরে,
সেথা হতে একবিন্দু পড়লো এসে আপন শিরা'য় ।
চাতক গুলো খুশি মনে ছুটছে তখন দিগন্তরে,
আপন তৃষ্ণা মিটায় তারা,
পড়লে চঞ্চুতে বারিধারা।
ওদিক হতে এদিকে-তে
সারস গুলি যাচ্ছে ধেয়ে,
ধানের ক্ষেতে খেলছে পবন
ধানের শীষে তরঙ্গ নৃত্যে ।
গগন হতে পড়লো শীকড়
সিক্ত করলো আপন মস্তক,
বিস্ময় হতে গগন পানে
আঁখির দৃষ্টি গেল চলে।
দৃষ্টি মুখে পড়লো ধরা
খণ্ড খণ্ড মেঘমালা,
খানিক কালো খানিক ধলো
ভেসে চলছে আপন দিশা।
কালো মেঘের দল থেকে
জলকণা পড়লো ঝরে,
সেথা হতে একবিন্দু পড়লো এসে আপন শিরা'য় ।
চাতক গুলো খুশি মনে ছুটছে তখন দিগন্তরে,
আপন তৃষ্ণা মিটায় তারা,
পড়লে চঞ্চুতে বারিধারা।
ওদিক হতে এদিকে-তে
সারস গুলি যাচ্ছে ধেয়ে,
ধানের ক্ষেতে খেলছে পবন
ধানের শীষে তরঙ্গ নৃত্যে ।