" নেপোয় মারে দই"
সপ্তা খানেক ধরে রেডিওয় কতিছে ঝড় হবে সাথে জলোচ্ছ্বাস আর তা নাকি বাংলাদশের উপকূলীয় অঞ্চলেও আছড়ায় পড়বে।এখবর শুনে দেবীরাণির বুকির মদ্দি মোচড়ায় উঠতিছে,থাকি থাকি তো পেসার উঠি যাওয়ার জোগাড়।এমনডা হবেইবা না কেন। এই সব্বনাশে ঝড়েই তো গাছ পড়ে মরে গেল এট্টা মাত্তর ছাবাল হরনাথ।সোয়ামিডাও সেই ভরা যুবতীকালে বানের তোড়ে কনে যে ভাসায় নি গেল, আর ফেরলনা মিনষে।বড় জামাইডাও গত আম্পানে মাছ ধরতি যায়ে নাও ডুবে নিখোঁজর সাতদিন পর লাশ পালো কোস্টগার্ডে।এই বাড়িখান তার জীবদ্দশায় ১০ বার ডুবিছে ভাসায় নিছে সবকিছু। এইসব ভাবতি ভাবতি মোবাইলি রিং বাজল। মোবাইল ধরলি ওপাশেরতে ছোট মায়েডা কচ্ছে। মা তুমি বড়দির ছাবাল আর বড়দিরে নিয়ে কাপড়চোপড় গোছায়ে সাইক্লোন সেল্টারে যাও।আমাগে এধরিরি জলে চাপ দেচে খুব, পশোর গাঙের জল রাস্তা ভাঙে গেরাম তলায় দিচ্ছে।
This is a premium post.