তোমার উত্থানে হয়েছে অন্ধকারের শেষ
প্রবাল প্রশ্বাসে জাগিয়েছো পুণ্য এই স্বদেশ;
তোমার আগমনে হয়েছে রাজপথের ক্রেশ,
বিপ্লবী জনমনে উৎকন্ঠিত সাবাস বাংলাদেশ।
তোমার চেতনা শক্তির লেলিহান শিখা
রুখেছে সামরিকজান্তা মারণাস্ত্র বিভীষিকা;
তোমার স্পৃহার উৎকর্ষিত জ্বলন্ত আখ্যা
দিয়েছে বিশ্ব দরবারে বাংলাদেশ নামে ব্যখ্যা;
তোমার আহ্বানে স্বাধীকার মুক্তির জল্পনা
নিরীহ-নিপীড়িত বাঙালির যততথ কল্পনা;
তোমার অভ্যুত্থানে ক্ষত-বিক্ষত শত্রুহায়না
বুঝেনি তারা তুমি এই বাংলার শত আলপনা;
তোমার আকস্মিক মৃত্যু উপত্যকার রথী
যুগ যুগ দিবে আলোর দিশারীর জ্যোতী;
তোমার প্রতি জাতির অসহায় আত্নসমর্পণ,
মরণে তোমার অমরত্ব হে শেখ মুজিবুর রহমান;