Posts

বিশ্ব সাহিত্য

শব্দের জমিনে

June 11, 2024

তানভীর হক

Original Author এলোইস গ্রিনফিল্ড

Translated by তানভীর হক

আমি বৃক্ষের মতো স্থির শব্দের জমিনে 
শব্দেরা ঝরুক আমার ওপর বৃষ্টি হয়ে  
বৃষ্টি এসো তোমার বিদ্যা আর সুর নিয়ে
গাও গান আমার বেড়ে ওঠার এই ক্ষণে
আমি স্থির থাকব বৃক্ষের মতো 
আমার ওপর তোমার আশীর্বাদ হোক বর্ষিত  

[মার্কিন কবি এলোইস গ্রিনফিল্ড (১৯২৯-২০২১) ৩০টিরও বেশি শিশুতোষ বইয়ের লেখক, যার বেশিরভাগই কবিতার মাধ্যমে আফ্রিকান-আমেরিকান অভিজ্ঞতার গল্প বলে। তাঁর বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে 'Honey, I Love and Other Love Poems' (২০০৩), 'Brothers & Sisters' (২০০৮) এবং 'In the Land of Words' (২০১৬)। এলোইস আফ্রিকান-আমেরিকান সম্প্রদায়, পরিবার এবং বন্ধুত্বের বাস্তবসম্মত কিন্তু ইতিবাচক চিত্রায়নে তাঁর কাজকে কেন্দ্রীভূত রেখেছিলেন।]

Comments

    Please login to post comment. Login