Posts

ইন্টারভিউ

মেডিকেল GK ডাইজেস্ট

June 11, 2024

আর. এম ফজলুল রহমান হিমু

Original Author আর. এম ফজলুল রহমান হিমু

Translated by

138
View

আপনার কি HSC শেষ??? আপনার স্বপ্ন কি ডাক্তার হওয়া??? যদি তাই হয়, তবে জীবনের শেষ দৌড়টাই না হয় এখন দেন।

কেবল একটাই দৌড়, স্বপ্ন ছুঁতে পারেন আর নাই পারেন। নিজেকে সন্দেহ করা যাবে না । একদম মন থেকে চাইতে হবে, তবেই স্বপ্ন ধরা দিবে। তার জন্য শুধু পরিকল্পিত  উপায়ে পড়তে হবে, পড়া আর পড়া!!! এখানে প্রয়োজন অনেক অনেক Involvement, Hard work and Consistency. পড়তে  গিয়ে বিজ্ঞানের বিষয় সবচেয়ে বেশী গুরুত্ব দিতে হবে। সাধারণ জ্ঞান পড়তে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হওয়া যাবে না। সাধারণ জ্ঞানে নাম্বার কেবল ১০। ১০ এ ১০ পাওয়ার লোভ সামলাতে হবে।  ১০ এ ৭/৮ পেলেও যথেষ্ট। ৭/৮ পাওয়ার জন্য এই আড়াই/তিন মাসে ৪০০-৫০০ পাতার অপ্রয়োজনীয় সাধারণ জ্ঞানের বই পড়ে সময় নষ্ট করা যাবে না। তাই আমি এই বইটা এমনভাবে লিখেছি যাতে খুব অল্প পড়েই ৭/৮ নিশ্চিত করা যায়। একদম সিলেবাস অনুসারে “যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন।“ পুরো বইটি The Most Important Information দিয়ে লিখা। এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না। 

আপনি যদি বিজ্ঞানের বিষয়ে ৭৫/৭৫ পান তাহলে ইংরেজী আর সাধারণ জ্ঞান পড়ার প্রয়োজনই নেই। কিন্তু ফরজ কাজে ঘাটতি থাকলে নফল দিয়ে পোষাতে হয়। ২ বছর বিজ্ঞান বিষয় পড়া সত্বেও ২০২৩-২০২৪ সালের  মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশের হার ৪৭.৮৩%। ৫২.১৭% ফেলের কারণ কি??? ইংরেজী আর সাধারণ জ্ঞান??? কখনো না। যেখানে নিজের বিজ্ঞানের বিষয়ে নাম্বার তুলতে হিমসিম খেতে হছে সেখানে সাধারণ জ্ঞানে ২/১ নাম্বার ছেড়ে দিলে আফসোস থাকার কথা না।  তাই নফল পড়া হিসেবে সাধারণ জ্ঞানের এই বইটি পড়লে ৭/৮ বা সৌভাগ্যক্রমে ১০ নম্বর নিশ্চিত করতে পারেন।  

মেডিকেলে চান্স পাওয়াটা হউক আপনার জীবনের সবচেয়ে বড় Sweet Revenge!!!! 

আল্লাহ হাফেজ। 

Comments

    Please login to post comment. Login