বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ

১১ জুন ২০২৪

আর. এম ফজলুল রহমান হিমু

   বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ-২০২৩-২৪   
Ques._1 বাংলাদেশে “গণ অভ্যুত্থান দিবস” পালিত হয় কখন? উত্তরঃ ২৪ জানুয়ারী  
Ques._2 কোনটি প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তরঃ হরিকেল 
Ques._3 বাংলা ভাষায় প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? উত্তরঃ পিপিলিকা 
Ques._4 মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তরঃ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 
Ques._5 ইপিআই কর্মসূচীতে সর্বশেষ অন্তর্ভুক্ত টিকা কোনটি? উত্তরঃ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 
Ques._6 বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কালাজ্বর নির্মূল করার ক্ষেত্রে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে কবে? 
উত্তরঃ ৩১ অক্টোবর ২০২৩        
Ques._7 “সেপ্টেম্বর অন যশোর রোড” কবিতাটির লেখক কে? উত্তরঃ অ্যালেন গিন্সবার্গ 
Ques._8 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত “অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে” লিপিবদ্ধ আছে? উত্তরঃ ১৯৫৫  
Ques._9 “ঢাকা গেইট” কে নির্মান করেন? উত্তরঃ মীর জুমলা 
Ques._10     কোন শিল্পী মুক্তিযুদ্ধেও প্লাটুন কমান্ডার হেসেবে অংশগ্রহণ করেন? উত্তরঃ শাহাব উদ্দীন 
 
  বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ-২০২২-২৩
Ques._1    নূর মোহাম্মদ কত নম্বর সেক্টরে ছিলেন--৮নং।
Ques._2    ছয় দফা দাবির অর্থনৈতিক বিষয় ছিল কয়টি--৩ টি।
Ques._3    ইউরোপের মধ্যে কে সবার আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয়--পূর্ব জার্মানি
Ques._4    কবে ভারতীয় মুক্তিবাহিনী দেশ ত্যাগ করে--১২ ই মার্চ ১৯৭২
Ques._5    আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানের প্রথম সুরকার কে--আবদুল লতিফ(১ম)
Ques._6    পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন--ড. গোবিন্দ চন্দ্র দেব।
Ques._7    ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিল—পর্তুগিজরা
Ques._8    বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি—পুন্ড্র
Ques._9    স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল--কেন্দ্রীয় শহীদ মিনার।
Ques._10  মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি— মা
 
  বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ-২০২১-২২   
Ques._1বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? উত্তরঃ ২ মার্চ, ১৯৭১  
Ques._2“৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল” উক্তিটি কার? উত্তরঃ নেলসন মেন্ডেলা 
Ques._3বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? উত্তরঃ ৪ টি 
Ques._4এম এ হান্নান প্রথম বার কোথা থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? উত্তরঃ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র  
Ques._5বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে Poet of Politics উপাধি দেয় কোন পত্রিকা? উত্তরঃ দ্য নিউজ উইক
Ques._6মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় কত তারিখ থেকে? উত্তরঃ ১০ জানুয়ারী, ২০২০  
Ques._7ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কত তারিখে বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন? ১৪ আগস্ট, ২০১০ 
Ques._8বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তরঃ ড. কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন 
Ques._9বাংলাদেশে সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? উত্তরঃ চুকনগর 
Ques._10    আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রৎম জেলা কোনটি? উত্তরঃ রাঙ্গামাটি ও নারায়নগঞ্জ  
 
  বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ-২০২০-২১  
Ques._1বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তরঃ ৭ মার্চ, ১৯৭৩ সাল 
Ques._2একমাত্র বিদেশী যিনি মুক্তিযুদ্ধাদের সাহায্য করার জন্য বীরপ্রতিক উপাধী পেয়েছেন- উইলিয়াম ওয়াডারল্যান্ড 
Ques._3মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযুদ্ধাদের অভিযানের নাম কি? উত্তরঃ অপারেশন জ্যাকপট 
Ques._4রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য “সাবাশ বাংলাদেশ” এর ভাস্কর কে? উত্তরঃ নিতুন কুন্ডু 
Ques._5“সাভারের জাতীয় স্মৃতিসৌধ” এর স্থপতি কে? উত্তরঃ সৈয়দ মঈনুল হোসেন
Ques._6কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? উত্তরঃ ভুটান 
Ques._7মুক্তিযুদ্ধের সময় ১০নং সেক্টর কোনটা ছিল? উত্তরঃ নৌ-কমান্ডো 
Ques._8ইউনেস্কো কত তারিখে ২১ ফেব্ররয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? উত্তরঃ ১৭ নভেম্বর, ১৯৯৯ 
Ques._9পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তরঃ ৬.১৫ কি. মি. 
Ques._10    স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? উত্তরঃ জাগ্রত চৌরঙ্গী 
 
বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ-২০১৯-২০ 
Ques._1   এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষণটি ১৯৭১ সালের কত তারিখে প্রদান করেন? উত্তরঃ ৭ মার্চ  
Ques._2   বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? উত্তরঃ লুই আই কান 
Ques._3  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? উত্তরঃ ১০ জানুয়ারী, ১৯৭২
Ques._4   কার অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে? উত্তরঃ বাংলাদেশ সরকার 
Ques._5   কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধের সময় নিউইয়র্ক কনসার্টে বাংলাদেশের জন্য অর্থ সংগ্রহ করেন? উত্তরঃ জর্জ হ্যারিসন 
Ques._6   বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? উত্তরঃ বর্ধমান হাউস 
Ques._7   “স্বাধীনতা স্তম্ভ” কোথায় আছে? উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান 
Ques._8   কোন সালে বাংলাদেশ ক্রিকেট “ওয়ান ডে স্ট্যাটাস” লাভ করে? উত্তরঃ ১৯৯৭ সালে   
Ques._9    সুন্দরবনকে World Heritage ঘোষণা করে কোন সংস্থা? উত্তরঃ UNESCO 
Ques._10 মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তরঃ ১১ টি