Posts

পোস্ট

প্রেমিকার আক্ষেপ

January 9, 2024

KhoobDoob

Original Author জ্যাকলিন কাব্য

জ্যাকলিন কাব্য
তুমি সেইদিন জানতে পারবে,
বিদীর্ণ এই পৃথিবীর বুকে 
ক্ষুদ্র এক নিষ্প্রাণ দেহটা আমি 
যার অস্তিত্ব দিনদিন 
বিলীন হতে চলেছে। 

সেই শুষ্ক সমাধির বুকে 
দু'ফোটা চোখের জল..!

তুমি সেইদিন বুঝতে পারবে 
আমাকে হয়তো তুমি ভালবেসেছিলে। 
আমার দেহের প্রাণহীনতা তোমার
মধ্যে সেই অজানা ভালবাসাবোধ জাগাবে। 
তোমার ভেতরে জেগে উঠবে 
মৃতপ্রায় প্রেমিকের সাহসী সত্তা,
হতে পারে বেদনার বিরহীবাষ্পে
অপ্রাপ্তির হাহাকার তোমাকে 
সেইদিন দিশেহারা করে তুলবে। 

কিন্তু তুমি কখনোই জানবে না, 
ততদিনেও জানবে না, 
আমিও একমাত্র তোমাকেই ভালবাসতাম!


Comments

    Please login to post comment. Login