Posts

কবিতা

এ বছরের বানোয়াট সংলাপ (?)

June 11, 2024

লবেরু

এ বছরের বানোয়াট সংলাপ (?)
.......লবেরু
যতবার ব্যাকপ্যাকে ঘুরতে গিয়েছি,
ততবার কোন না কোন
নারীর নিষ্পাপ মুখ দেখে
ঠান্ডামাথায় প্রেমে পড়েছি।
রূপ-লাবণ্যের খেলায়
হেরে গিয়ে এত সহজে
প্রেমে পড়া যায় আগে তা বুঝিনি।
তবে ফিরতি-প্রেম এখনও আমি পাইনি;
মনে হয় আর পাবও না। সময়ের ক্লান্ত স্রোতে
ভেসে ভেসে মালয়, বালি আর সিন্ধু যাব প্রেমের খোঁজে;
হয়তো বাউন্ডুলে ভেবে ফিরতি প্রেম আমাকে চাইবেও না।
একতরফা প্রেম, সে তো প্রেম নয়-- বাণিজ্যিক খেলা।
যতবার ব্যাকপ্যাকে ঘুরতে গিয়েছি,
ততবার কোন না কোন
নারীর নিষ্পাপ মুখ দেখে
ঠান্ডামাথায় প্রেমে পড়েছি।

Comments

    Please login to post comment. Login