পোস্টস

গল্প

তোতাপাখির পুনর্জন্মের গল্প (প্রিমিয়াম)

১১ জুন ২০২৪

আলম খোরশেদ

মূল লেখক এদুয়ার্দো গালেয়ানো

অনুবাদক আলম খোরশেদ

তোতাপাখিটি ফুটন্ত পানির পাত্রে পড়ে যায়। সে পাত্রে উঁকি দিয়েছিল, তাতেই মাথা ঘুরে পড়ে যায়। তার কৌতূহলের জন্যই সে গরম সুপের ভেতর পড়ে গিয়ে তলিয়ে যায়। তার বন্ধু ক্ষুদে মেয়েটি এতে কেঁদে ফেলে।
একটি কমলা খোসামুক্ত হয়ে সান্ত্বনাস্বরূপ নিজেকে নিবেদন করে।
পাত্রের নিচে যে আগুন জ্বলছিল সেটি অনুতপ্ত হয় এবং নিজেকে নিভিয়ে ফেলে।
দেয়াল থেকে একটি পাথর খসিয়ে নেয় নিজেকে।
দেয়ালে হেলান দিয়ে বেড়ে ওঠা গাছটি শোকে কেঁপে ওঠে এবং তার সবক’টা পাতা ঝরিয়ে দেয়।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।