Posts

গল্প

আফনানের শার্ট (Premium)

June 11, 2024

ইশতিয়াক মাহমুদ তন্ময়

Original Author ইশতিয়াক মাহমুদ তন্ময়

আফনান আজ ছাব্বিশ বছরের টগবগে তরুণ।পড়াশোনা করছে মেডিকেলে।দেশবরেণ্য চিকিৎসক হবার স্বপ্ন দেখছে প্রতিনিয়ত।সম্ভাবনাময় এই তরুণের সফলতার পিছনে আছে এক অন্ধকার অধ্যায়।

দরিদ্র বাবার কাছে ছেলে শার্টের আবদার করেছিলো,লাল টুকটুকে একটা শার্ট।বাবা কথা দিয়েছিলেন,আসছে ফাল্গুনে,ছেলের জন্মদিনে তাকে একটা লাল টুকটুকে শার্ট কিনে দিবেন।

সেই কথা অনুযায়ী বাবা শার্টও কিনেছিলেন,তবে শার্ট নিয়ে আর বাড়ি ফেরা হয় নি বাবার।

সেদিনের পর থেকে ছেলে আজও লাল শার্ট কিনেনি।ছেলেটা আজও বিশ্বাস করে,আসছে ফাল্গুনে বাবা ফিরে আসবে..

This is a premium post.

Comments

    Please login to post comment. Login