Posts

সমালোচনা

সমসাময়িক

June 11, 2024

Ariful Islam

176
View

সমসাময়িক অনেক বিষয় নিয়েই তো দেশে আলোচনা চলছে।বর্তমানে বেনজির আহমেদ ইস্যু টক অফ দা কান্ট্রি। ধৈর্য ধরুন আর অল্প কয়টা দিন। এরপর নতুন কোন টপিক আসছে। আমি বুঝিনা বেনজির আহমেদের মত এত বড় একজন কর্মকর্তা সম্পর্কে গোয়েন্দা বিভাগ কোন তথ্য  না রেখে  কিভাবে চাকরিতে তারা বহাল থাকতে পারে।সরকারের কাছের লোক ছাড়া পুলিশ প্রশাসনে কখনো এত উচ্চপ্রদস্থ নিয়োগ পেতে পারে না। এ টাকার, সম্পদের  বখরা কে কে নিবে সেটার তথ্য প্রকাশ হওয়া উচিত।আমার মনে হয় দুর্নীতিবাজদের রাতের আধারে গুলি করে করে মেরে ফেলা উচিত তাহলে দুর্নীতিবাজরা সাবধান হয়ে যাবে বিচারের তোয়াক্কাই করা যাবে না। 

Comments

    Please login to post comment. Login