Posts

কবিতা

১৯৪৭ সালের পূর্ব হতে

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

গোলা ভরা ধান ছিল তার,

পুকুর ভরা মাছে।

তলা ছাড়া ঝুড়ি কভু,

মাথা পিছুর ঋণে।

সোনার বাংলার স্বপ্ন গুলো,

অংকুরেতেই শেষ,

দেশ গড়িতে সোনার ছেলে,

ছোট নির্নিমেষ।

দরদীরা আসে মোদের উন্নয়নের তরে,

বৃটিশ, পাকি, ইন্ডিয়ানরা নেই পারে যা লুটে।

দাঁড়ায় যতো মহান নেতা দেশ গড়িবার তরে,

কার খুশিতে, কাদের তরে, জীবন নিচ্ছে কেঁড়ে???

মুজিব বলো, জিয়া বলো, জাতীয় নেতা যারা,

দেশের তরে জীবন দিল, হিংস্র পশুর দ্বারা।

কার ইশারায়, কেমন করে, দেশের নাঁড়ী কাটে,

পারবনাকি মহান প্রাণের, শান্তি এনে দিতে।

আজ প্রয়োজন, বের করে নাও, কারা মোদের শত্রুদল

দেশ- বিদেশের ভাঙ্গে কারা, সোনার-স্বপ্ন-পদ্ম-দল,

মীর জাফরের প্রেতাত্নারা আজো ঘুরেফিরে,

ঘসেটিদের দেখা পাবে, দেশটা যারা বেঁচে।

নাগরিকেরা জিম্মী থাকে, কেউ জাগেনা কভু,

প্রতিবাদের পথ হারিয়ে, মাথা টুকে শুধু।

মুক্তি কোথায় মিলবে সেতো, রয়লো অধরা,

কুক্ষিগত করে রাখে, সব রকমের ক্ষমতা।

সেও শুনি, নাই তাদেরি, তখতে কোন নিজের বল,

ভিনদেশীদের কাঠির ছোঁয়ায়, হয় ক্ষমতার পালা বদল!

আর কতোকাল রয়বে জাতি, স্বাধীণ হয়ে পরাধীণ,

জাতির তরে জাগবে কবে, মুজিব, জিয়া, মহাবীর।

নিজের মতো দেশ সাজাতে পায়না কেন শক্তি বল,

স্বাধিকারের নীরব যাতন, শেষ করিবে কোন সে জন?

থাকবেনাক বাঁধা কোন, সোনার বাংলা গড়তে,

জাতি গড়ার মহান পথে, নেইকো দ্বিধা মরতে।
 

ফখরে বাঙ্গাল নিবাস,

বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২,

ভাদুঘর, সদর, বি.বাড়ীয়া-৩৪০০।

০৪/০৯/২০১৭ ঈসায়ী সাল।
("বিজয়ের উল্লাস" যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত।)

Comments

    Please login to post comment. Login