কে তুমি? খেয়ালে, দেয়ালে গা এলিয়ে অলস হয়ে রয়লি পড়ে,
জাতির জাহাজ ডুবলো দেখ, নাইরে সময় তোর হাতে।
কোথা হতে এলি, আর কোথা যাবি বল চোক্ষে দেখি অগ্নিগিরি,
আসমানে ভাসমান খেয়া তোর ধায় লক্ষ্য দিতে পারি।
অশনি-বসনে, রুদ্র নজরে, ভয়াল প্রলয়ংকর!
তান্ডবলীলা বেলা অবেলা, ধ্বংস করিতে চল্।
সাগরে মহাসাগরে উঠিছে কবে কেমনে ভয়াল ঝড়!
আকাশ পাতাল সংগী দরিয়া, পাষাণ বর্বর বধ কর্!
আকারে সাকারে একজোট সব হিংস্র পশুর দল,
দিল ভাঙ্গা মৃত্যু নিয়ে নাচে নিত্য জানোয়ার সব!
কচি খোকা আর কিশোরীর নিষ্পাপ অপলক চাহনী,
সদা-নিত্য খুঁজে ফিরে চায়, মুক্তির নির্ভয় বাণী।
পাষাণের খঞ্জর, পাষন্ড বিঁধে, নিরীহ নর-নারীর বক্ষোপর;
স্তব্ধ - নির্বাক সার্বিক অপমৃত্যু, তবু মুক্তির গান ধর্,
দশ দিক হতে মহালয় লয়ে, করতালি মেরে ধ্বংস কর্।
মহাশক্তি, মহাভক্তি, সারা বিশ্বের নৃপতি,
অমোঘ বিধানে, নিগুঢ় শাসনে, দিবে মরমর শাস্তি।
তবকে তবকে তোলপাড় করি,
ভূমি-পর্বত তুলিয়া ধর্,
রক্ত খেকো, পিচাশ, চন্ডাল,
সব পামর, পিষে পিষে মর্।
০৭/০৯/২০১৭ ঈসায়ী সাল।
রাত ০১:৩০ মিনিট।
ফখরে বাঙ্গাল নিবাস,
ভূঁইয়া বাড়ী, বাড়ী# ১২৩৪,
ওয়ার্ড# ১২, গ্রাম: ভাদুঘর,
পোষ্ট: ভাদুঘর-৩৪০০।
থানা:সদর, জিলা: বি.বাড়ীয়া।