আমি ঘূর্ণন, সাইক্লোন, ভয়াল টর্ণেডো,সিডর, বিহ্বল,
আয়লা,নার্গিস,নামে বেনামে
আগমন,তিরোধান,উত্তরণ।
তালে বেতালে, কালে অকালে,
ইতিহাসের নির্মম স্বাক্ষর।
অধর্ম,অকর্ম, কুকর্ম, জুলুম, আর
জালিম, এক ফুৎকারী করি নিশ্চিহ্ন।
আর্তনাদ, হাহাকার, সিংহনাদ,
তর্জনগর্জন, তসনস করি
জালিমের মসনদ।
আমি দশ দিক, করি দিক বিদিক,
আমি দশানন, জুলমাত ছোঁড়ে, আনিব আলোর প্লাবন, মহাপ্লাবণ।
লয়, ধ্বংস, মহাপ্রলয়ের বীণ হাতে
সকল অত্যাচার, করি পদপিষ্ট ।
আমি হিমালয়, মানবতা, ধর্ম,
চরিত্রকে তুলিয়া ধরিব ঊর্ধ।
পাশবিক জরাজীর্ণ,
যারা আকন্ঠ নিমজ্জন,
সমূলে করিব উৎপাটন।
আমি শাহজালাল, শাহপরান,
বায়েজীদ বোস্তামী, খান জাহান (রাহঃ)।
২০/০৩/২০১৮ ঈসায়ী সাল।
This is a premium post. To read the rest of it, please purchase this post. And support the author