মাগরিবের নামাজ পড়া শেষ। জায়নামাজে বসে চোখ বুজে অনুতপ্ত মনে ইস্তিগফার পড়ছে বদরুজ্জামান মন্ডল। দুচোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। ঘরের বন্ধ দরজায় হাত দিয়ে মৃদু আঘাত করছে কেউ! নয়নতারা জ্বর জ্বর শরীর নিয়ে বিছানা ছেড়ে দরজা খুলে দেখে শামীম এসেছে! হাতে আম-কাঠাল। নয়নতারা উৎফুল্ল গলায় বলছে, বাবাগো, দেখো কে এসেছে! বদরুজ্জামান মন্ডল জায়নামাজ ছেড়ে উঠে এগিয়ে যায়। শামীম অনুতপ্ত ভঙ্গিতে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়। বদরুজ্জামান মন্ডল সালামের জবাব নিয়ে আপ্লুত গলায় স্ত্রীকে ডাকছে, ‘নয়নতারার মা! শুনছো-গো! তোমার মেয়ের জামাই শামীম এসেছে’! অদম্য আনন্দে জোবাইদা বেগমের চোখের পাতা ভিজে যায়। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে আজ কতোদিন পর!
এটি একটি প্রিমিয়াম পোস্ট।