এই ফাগুনে
আনলো ভাষা ফাগুন মাসে আগুন ঝরা দিন
এই ফাগুনে জমে গেলো ভাষার শত ঋণ
ভাষার স্মৃতি উথলে ওঠা মায়ের আকুল মন
প্রাণ দিয়ে ভাই আনলো ভাষা বুকের মানিক-ধন।
প্রাণ হারালো, ভাই হারালো, রাখতে ভাষার মান
স্মৃতির পাতায় সালাম-রফিক হয়েছে অম্লান
শপথ-গানে, ভাষার টানে, মিছিল এলো তাই
ভাষার জন্য জীবন দিলো আমার বুকের ভাই।
এই ফাগুনে লাল হলো যে আন্দোলনের মাঠ
কৃষ্ণচূড়ার পাতায় পাতায় ভাষার হলো পাঠ
ভাষার পাঠে, দিল কপাটে, কাঁপন এলে ঠিক
কৃষ্ণচূড়া ডালে ডালে ফোটে চতুর্দিক।
দেশের বুকে ভাষার গানে জাগে নতুন সুর
প্রভাতফেরীর সুর ভেসে যায় দূর যে বহুদূর।