পোস্টস

কবিতা

খোকন সোনা

১১ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

খোকন সোনা ডাকছে আমায়,

শোনছ বাবা, যায় বেলা যায়।

সময় স্রোতে আযান শোনে,

থাকছ শোয়ে; কেমন করে !!

অনেক দেরী, ভোর হতে,

ঘুম হতে যে ওঠলো কবে!

ডাকছে বাবা ওঠো!

পাঁচটা বেজে গেলো,

নামাজখানা পড়ো।

বাস করি যে চাঁদের হাটে ;

শান্তি ঝরে তনু মনে,

মালিক দিলেন সবি,

শুকরিয়া জানায় তারি।

বাবা গেলো, বাবা এলি!

অলসতার জায়গা নাই,

ভোরের বেলা ডাকাডাকি,

আজো শুনতে পাই।

জাদুমনি, সোনামনি, আব্বুমনি সবে!

বেড়ে ওঠো তাড়াতাড়ি,

আপন ত্যাজে জ্বলতে,

দ্বীন দুনিয়ার দাঈ হবে, হাল ধরিতে,

ব্যস্ত রবে, বিশ্ব-সমাজ গড়তে।

কচি কচি বাপধনেরা,

চির আশার আলো,

স্বপ্ন গুলি খোলবে ডানা,

উড়বে বেজায় ভালো।

হীরে কণা সবার ঘরে,

টুকরো চাঁদের দেখো,

খিলখিলিয়ে হাসবে সবে,

তাঁদের খবর রেখো।

ওরাই মোদের জীবন বাতি,

স্বপ্ন আশা সুখ,

ওদের দ্বারা মিলবে সবি,

ঘুচবে সবার দুঃখ।

 

১৯.০৯.২০১৭ ঈসায়ী সাল।