পোস্টস

কবিতা

জাগো রে জাগো

১১ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

ডাক এসেছে! জাগো!

জাগো রে জাগো!

ভাই বোনেরা জাগো!

অত্যাচারী যায় ছুটে যায়,

মাজলুমের তাজা রক্তপান!

মৃত্যু দেহে চালায় ছুড়ি,

আলাদা করে অঙ্গ সবি!

হও ধাবিত , ক্ষিপ্র বেগে,

ক্ষ্যাপা সিংহ, তীব্র ছুটে,

বঙ্গ শার্দুল, পড় ঝাঁপিয়ে,

রক্ত খেকোর সকল স্বাদ,

সব মিটিয়ে দে রে আজ।

ধরো আর বর্জ্রাঘাতে, আছড়ে মারো।

জাগো রে জাগো!!

দামাল, কামাল, জামাল ছেলে কোথায় সবে আজি?

আয়রে খালিদ (রাঃ), বীর হামজা (রাঃ), ওমর (রাঃ), মুসা, তারিক।

রক্ত-ফোরাত, লাল দরিয়া, সাত সাগরের জল,

ঝড়ের বেগে চালাও খড়গ, শমশের আর খঞ্জর।

অস্ত্র দিয়ে অস্ত্ররাজ, জবাব হবে অস্ত্রেরই,

শক্ত হাতে, ভক্ত করো, জব্দ করো, সব তারই।

সেবার মহান বাণী, কভু ক্ষমার মধুর বাণী,

দূর্বল ভেবে আস্ফালনে, আসবে অশুর-প্রাণী ।

দিকে দিকে ঐ শোন সব মজলুমের আর্তনাদ,

শান্তি সওদা করতে গিয়ে, জীবন দিল সঁপে তার।

আর কতোকাল, রয়বে বসে আসবে কবে যুগ নকীব,

আর কতো প্রাণ, বেঘোর ঝরে, ওঠবে জেগে প্রাণ প্রদীপ।

২৫/০৯/২০১৭ ঈসায়ী সাল।

রাত ০১ টা।

মধুবাগ;ঢাকা।