পোস্টস

কবিতা

সব ফুল

১১ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

সব ফুলে পাবে নারে, রুপ-রস-গন্ধ,

সব ফুলে হয়না, বাহারী ফল শত।

ফুল হয়ে ফুটে রয়, পৃথিবীর বাগানে,

অপরুপ রুপে আর মোহনীয় সুবাসে।

মাতিয়ে দুনিয়া, ঠাঁই পাব জান্নাতে,

ভালবাসি, ভালবাসে সবজনে সুবাসে,

শত শত ফুল সম, ভাল কাজ করি,

দেশ-দশ, ধরা-তল, ফুলে ফলে ভরি।

ঘরে ঘরে ফুল ফোটে, ভরপুর সুবাসে,

রুপে রুপে অপরুপ, প্রাপ্তির সকাশে।

রং খুঁজে পেয়ে যাবে, বর্ণিল সারথি,

জীবনের সব দিক, পূর্ণতায় আরতি।

 

হাতিরঝিল, মগবাজার, ঢাকা।

০৮/১০/২০১৭ ঈসায়ী সাল।

রাত ১০:৩০।