পোস্টস

কবিতা

কবিতা চোর

১১ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

কবিতা চোরে, নিল কেঁড়ে,

সব কবিতার প্রাণটা,

কপি করে, বাহবা নিতে,

বাদ দিয়ে মোর নামটা!

কেমন হায়া, লজ্জা ছাড়া,

সাধুবেশে চুরি,

সব কবি আর কাব্য প্রেমী,

চল চোর ধরি।

চুরি করা ভুলিয়ে দিয়ে,

শাস্তি কঠিন দিব,

প্রয়োজনে ব্লক করিব,

রিপোর্ট লিখে দিব।

সাজতে কবি, নামীদামী,

দিন দুপুরে,কবিতা চুরি,

ভেঙ্গে দিব হাঁটে হাঁড়ি,

সকল জনে ডাকি।

নামগুলি সব এঁটে দিব,

খোলা তালিকায়,

এক নজরে, দেখে নিয়ে,

বুঝে নেবে সবাই।

২৩/১০/২০১৭ ঈসায়ী সাল।

মধুবাগ, বড়মগবাজার,

রমনা, ঢাকা।