পোস্টস

কবিতা

অব্যক্ত নিঃশ্বাস

১১ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

শরতের আকাশে ভেসে চলে মেঘেরা,

কোথাকার কোন ডাকে, তারা আজ থামেনা।

চলছে নেচে নেচে, নীচে ঝরে পড়েনা,

বুক ফাঁটা মেঠোপথ, অভিমানে চাহেনা।

তারাদের আলো সব বাধা পায় নামতে,

পরীরা ঘুরে ফিরে, পারে নাক নাচতে।

জীবনের খেঁয়া ঘাটে, নেই কোন লোকজন,

চঞ্চল মন নিয়ে, ছুটে কেউ প্রাণপন।

অলীরা ঘুরেফিরে, নির্মল বাতাসে,

বসেনা ফুলেতে, অজানা অভিমানে।

পাখিদের ভীঁড়ে খুঁজে, চাতকী প্রিয়কে,

কোকিলের গান সব, ফিরে আসে পাহাড়ে।

পাহাড়ের মৌনতা, কত বড় অভিমান,

পুকুরের নীরবতায়, প্রাণ করে আনচান।

জীবনের পুরোটাই, থাক সুখ শান্তি,

সফলতা উন্নতি আর যত প্রশান্তি।

ছুটে চলা অবেলায়, বিনীত চাপা শ্বাস,

প্রাণপন ছুটে চলে, আজ যেন নাভিশ্বাস।

পথহারা দেউলিয়া, পায়না আশ্বাস,

কোথা গেলে মুছে যাবে, অব্যক্ত নিঃশ্বাস।
 

ফখরে বাঙ্গাল নিবাস,

সদর, বি.বাড়ীয়া।

২৯/০৪/২০১১ ঈসায়ী সাল।

শনিবার।