Posts

কবিতা

শনিবারের হুজুর

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

শনিবারে শনির দশা,

মিথ্যে করলে সবি,

দ্বীনের মশাল তোমার হাতে,

আসতো ছুটে জানি।

"শনিবারের" হুজুর বলে,

শত প্রাণের ঠাঁই,

দেশ পড়শী, খেস সকলি,

বাসছে ভালো তাই।

তোমার মিশন ভিশন জানে,

সবার কল্যাণে,

দ্বীন-দুনিয়ার সুখের ধারা,

সবার জীবন জুড়ে।

চলবে পথে দ্বীনের আলোয়,

দ্বীনের তা'লীম করে,

পথ দেখালে, বিশাল মনে,

প্রতি শনিবারে।

জ্ঞানের তৃষা সঙ্গে করে,

দূর দূরান্ত হতে,

আসতো ছুটে, শনিবারে,

সবাই সদলবলে।

শুদ্ধ করে কোরান শরীফ,

পড়তো জনে জনে,

তা'লীম হতো দ্বীনের আলোয়,

জোহর নামাজ পড়ে।

তা'লিম পর্ব শেষ হতো ঠিক,

আসর আজান শোনে,

চাওয়া পাওয়া সব আবেদন,

চলতো দু'হাত তুলে।

অশ্রুঝরা মোনাজাতে বলতো

সবে কথা,

খোদার আরশ কাঁপতো সদা,

মোমিন হৃদে ব্যাথা।

ধ্যান ধারণা, দিক নিশানা,

শক্তি নিয়ে ফিরে,

বাড়ীর পথে চলতো সবাই,

আসর নামাজ শেষে।

(ভাদুঘর সহ আশেপাশের অন্যান্য গ্রামের সন্মানীত মহিলা ও কন্যাদের কাছে সকালের মক্তবের মহিলা হুজুর এবং "শনিবারের হুজুর" নামে পরিচিত আমাদের মা, তা'লীমুল মো'য়াল্লিমা, ক্বারীয়াহ্ আলহাজ্ব হালীমা সাদীয়া ভূঁইয়া।উনার নেক হায়াত ও পূর্ণ সুস্থতা এবং দু'জাহানের সর্বাঙ্গীণ সফলতার জন্য দোয়ার আবেদন।সবার ঘরে থাকুক এমন মা ।)
২৬/১১/২০২৭ ঈসায়ী সাল।

ফখরে বাঙ্গাল নিবাস

বাড়ী#১২৩৪; ওয়ার্ড#১২;

সদর, বি.বাড়ীয়া -৩৪০০।

Comments

    Please login to post comment. Login