পোস্টস

কবিতা

চন্দ্রাবতী

১১ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

আঁধার ঘেরা নিঝুম রাতে চাঁদ যে বড় একা,

আলো ছায়ার চলছে খেলা, নামলো পরীর মেলা।

চাঁদ খুঁজে তাঁর হারিয়ে যাওয়া সাথীটারে বুঝি,

"চাঁদনী " বলে ডেকে ডেকে সারা হলো নিশি।

বুকে ভরা স্নিগ্ধ আলোয়, একাকিত্বে মরি,

দিবা-নিশি খুঁজে মরি, পূর্ণতা যে চাহি।

চাঁদের আলোয় ভালবাসা, পায় যে অপরুপ,

প্রেম নামে যে, বাঁধনহারা, খুঁজে নিজের রুপ।

প্রেমের খেলা জমে ওঠে, চলে নিশি ভর,

ভালবাসার রাজ্য মাঝে, কেউতো একা নয়।

চাঁদ হয়ে ভাই, এই কি হলো! বড্ড একা থাকি,

একা একা জীবন গেল, রয়লো ক'দিন বাকি!!

চন্দ্রাবতীর প্রেমে পড়ে, পাগলপারা ভাই,

সন্ধ্যা-রাতে, নিশি-ভোরে,

খুঁজি তারায় তারায়।

আর মানেনা মন যে আমার,

দারুন সময় যায়,

চন্দ্রাবতীর দেখা পেলে, আমায় বলো ভাই।
 

রচনাঃ

২৪/১১/২০১২ ঈসায়ী সাল।

ফখরে বাঙ্গাল নিবাস

সদর, বি-বাড়ীয়া-৩৪০০।