পোস্টস

কবিতা

ভালবাসার রঙমহল

১১ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

সাথী আমার জীবন সাথী,

কোথায় ছিলে তুমি?

তোমার তরে ভালবাসার,

আকাশ রেখেছি।

ভাবতে পারো উজাড় কিনা! আঁধার আঁধার ভরা,

জীবন আমার ঘূর্ণিপাকে! নাকি মরণ ছোঁয়া।

ভালবাসার মহারথে চলবে জীবন ভর,

ভালবাসায় খুঁজে পাবে, পূর্ণ তব মন।

আকাশ সে তো নয়গো জেনো, মহাকাশ দেখো,

তারায় তারায় সাজিয়ে দিলাম, তোমার তরে শুধু।

খুঁজে পাবে চন্দ্র, তারা, রবিকরের মাঝে,

চায়বে যখন সঙ্গ তুমি, সকাল-সন্ধ্যা-সাঁঝে।

এলোমেলো ঝড় যখনি আসবে জীবন মাঝে,

ভালবাসার ঢাল দিয়ে সব, রুখবো দু'জনে।

ভয় পেয়োনা নূতন সাথী, কভু বিপদ দেখে,

পাশেই আছি পাশাপাশি, থাকবো তোমার হয়ে,

এসো রচি ধূলীর ধূলায়, ভালবাসার রঙমহল,

প্রেম-তুলিতে স্বপ্ন আঁকি, হাসি-খুশি, সুখ-আঁচল।
 

রচনাঃ

২৪/১১/২০১২

২৮/১, পূর্ব নয়াটোলা,

বড়মগবাজার, রমনা, ঢাকা।